ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

রূপগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ-সমাবেশ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
রূপগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ-সমাবেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলীয় নেতাকর্মীরা।

সোমবার (২৯ জুন) দিনগত রাত সাড়ে ৯টার দিকে গোলাকান্দাইল এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে সাওঘাট, ভুলতা ও মুড়াপাড়া সড়ক ঘুরে ফের ভুলতা গোলচত্বর এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।



এতে নেতৃত্ব দেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হামজালা।

এ সময় ছাত্রলীগ নেতা নাজমুল হাসান সবুজ, সৌরভ, রনি, মামুন, ইমরান, শামিম ওসমান, রাসেল ও রুবেল উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে বক্তারা বলেন, ২৪ জুন (মঙ্গলবার) দুর্বৃত্ত শাহ-আলম মোল্লা তার লোকজন রামদা ও চাপাটি দিয়ে আব্দুল্লাহ আল-মামুনকে কুপিয়ে গুরুতর জখম করে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

বক্তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, আব্দুল্লাহ আল-মামুনের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৫৪২ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।