পটুয়াখালী: পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রব মিয়াসহ ৩৬ নেতার বিরুদ্ধে পৃথক দুইটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিউল এবং প্রভাস বাদী হয়ে এ দুটি মামলা করেন।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।
তিনি জানান, আসামিরা অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত থাকায় তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।
তবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক পিপি অ্যাডভোকেট মো. মুজিবর রহমান টোটন এ মামলাকে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেছেন।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
এসআর