ঢাকা: লতিফ সিদ্দিকী গ্রেফতার হওয়া সরকারের একটি নাটক ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ-মিছিলে তিনি এ মন্তব্য করেন।
বিক্ষোভ-মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়- ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করে আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেফতার হলেন। কিন্তু সে গ্রেফতার ছিল সরকারের নাটক। পবিত্র মাহে রমজান মাসে তাকে মুক্তি দেওয়ার মধ্য দিয়ে সরকার সেটাই প্রমাণ করলো।
লতিফ সিদ্দিকী মুক্তি পাওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত লতিফ সিদ্দিকীকে পুনরায় গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হবে; ততক্ষণ পর্যন্ত তৌহিদী জনতা ঘরে ফিরে যাবে না। যেতে পারে না।
এ সময় তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এখনও সময় আছে আমাদের দাবি মেনে নিন। লতিফ সিদ্দিকীকে পুনরায় গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। যদি তা করা না হয় তবে দাবি আদায়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশ শেষে বিক্ষোভ-মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা প্রদক্ষিণ করে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
সংগঠনের ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক নূরের সভাপতিত্বে বিক্ষোভ-মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা দেলোয়ার উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ ড. জিএম মেহেরুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান হেলাল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
এলকে/এফবি/আইএ