ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাট শহর জামায়াত সেক্রেটারির পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
জয়পুরহাট শহর জামায়াত সেক্রেটারির পদত্যাগ

জয়পুরহাট: জয়পুরহাট শহর জামায়াতের সেক্রেটারি মো. আ. কাইয়ুম স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। বর্তমানে দলীয় আদর্শকে বিচ্যুত উল্লেখ করে তিনি পদত্যাগ করেন।



মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি বিমান বাহিনীতে দীর্ঘ ১৮ বছর চাকরি শেষে ওয়ারেন্ট অফিসার হিসাবে অবসরে যান। এরমধ্যে এক বছর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত হেলিকপ্টারে দায়িত্ব পালন করেন।

অবসরের পর তিনি ইসলামী আদর্শে উদ্বুদ্ধ হয়ে জামায়াতে যোগ দেন।   দীর্ঘ ১৫ বছর তিনি দলের বিভিন্ন দায়িত্বে রয়েছেন। কিন্তু সম্প্রতি দলের কিছু ব্যক্তি ইসলামী আদর্শের পরিবর্তে ক্ষমতা ও অর্থের লোভে আচ্ছন্ন হয়ে পড়ে। এছাড়া কিছু মানুষের ভুল নীতির কারণে জামায়াত জ্বালাও-পোড়াও করে গণমানুষের কাছ থেকে দূরে সরে গেছে। ফলে তিনি পদ থেকে সরে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।