ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

লতিফের গ্রেফতার দাবিতে ইসলামী আন্দোলনের কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
লতিফের গ্রেফতার দাবিতে ইসলামী আন্দোলনের কর্মসূচি

ঢাকা: সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিন বাতিল করে পুনরায় গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৫ রমজান দেশব্যাপী বিক্ষোভ ও ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবসে ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
 
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে রাজধানীর পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে মজলিসে আমেলার সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্মসূচির ঘোষণা করেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ।
 
সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়ূম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সভায় বক্তারা আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন বাতিল করে গ্রেফতার ও তার কঠোর শাস্তির দাবি জানান। অন্যথায় রমজান মাসেও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা।
 
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জুন ৩০,২০১৫
এলকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।