ফেনী: ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ফেনী জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলের আগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা এনডিপির আহবায়ক রুহুল আমিন মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনডিপির চেয়ারম্যান ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টের (এনডিএফ) মহাসচিব আলমগীর মজুমদার।
ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রচার সম্পাদক কাজী আমান উল্যাহ মাহফুজের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- ভাসানি ফ্রন্টের চেয়ারম্যান মমতাজ চৌধুরী, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস, বাংলাদেশ ইসলামী পার্টির চেয়ারম্যান এম এ রশিদ প্রধান, এনডিপির মহাসচিব আলী নূর রহমান খান সাজু, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) মহাসচিব আতিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব আবদুল হাই মন্ডল, এনডিপির জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বক্তারা রমজানের মৌলিক শিক্ষাকে কাজে লাগিয়ে সকল ধরনের ভেদাভেদ ভুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য তরুন সমাজকে আহবান জানান।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
বিএস