সিলেট: সিলেট নগরীতে ছাত্রলীগ দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী আহমদ গ্রুপের এক কর্মীকে একা পেয়ে মারধর করে সাবেক কাউন্সিলর আব্দুর রকিব বাবলু গ্রুপের ছাত্রলীগ কর্মীরা।
এ ঘটনার জের ধরে রাতে সশস্ত্র অবস্থায় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে মেডিকেল ও আশপাশের এলাকায় মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে। এসময় আলী গ্রুপ নবাব রোড এলাকা দিয়ে এবং বাবলু গ্রুপ ভাতালিয়া এলাকা দিয়ে পালিয়ে যায়।
সিলেট মহানগরীর কোতোয়ালি মডেল থানার লামাবাজার ফাঁড়ির ইনচার্জ (এসআই) মাসুদ রানা বাংলানিউজকে বলেন, উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছামাত্র দুই গ্রুপ নিজ নিজ এলাকা দিয়ে সটকে পড়ে।
এদিকে, দলীয় অপর একটি সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলে আসছিল। মঙ্গলবার রাতে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
এনইউ/বিএস