ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

রিজভী-ফারুকসহ ১৪৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ৫ আগস্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
রিজভী-ফারুকসহ ১৪৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ৫ আগস্ট রুহুল কবির রিজভী ও জয়নুল আবদীন ফারুক

ঢাকা: পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে গাড়ি ভাংচুর ও ত্রাস সৃষ্টির অভিযোগে মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকসহ ১৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ৫ আগস্ট পুনর্নির্ধারণ করেছেন ঢাকার দ্রুত বিচার আদালত।

বুধবার (১ জুলাই) মামলাটিতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।

সাক্ষী না আসায় তা পিছিয়ে আগামী ৫ আগস্ট পুনর্নির্ধারণ করেন আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট তারেক মাইনুল ইসলাম ভূঁইয়া।

জয়নুল আবদীন ফারুক, জাগপার সভাপতি শফিউল আলম প্রধানসহ ৪৫ জন আসামি আদালতে হাজির ছিলেন। রুহুল কবির রিজভী কারাগারে অসুস্থ থাকায় তাকে হাজির করা হয়নি। অন্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান ও মো. শাহজাহান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, অ্যাডভোকেট আবেদ রেজা প্রমুখ।

গত বছরের ২৫ আগস্ট দ্রুত বিচার আইনে দায়ের করা ওই মামলায় ১৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন আদালত। এ মামলায় ১৪৮ জন আসামি ছিলেন। ওমর ফারুক নামক একজন আসামি মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে অভিযোগ গঠন করা হয়।

২০১৩ সালের ১১ মার্চ বিকেলে বিএনপির নয়াপল্টন অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ও সহিংসতার মাধ্যমে জনমনে ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিরোধী দলীয় তৎকালীন চিফ হুইপ জয়নাল আবদিন ফারুকসহ বিএনপি ও ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল।

ওইদিন বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ১৫৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। ওই বছরের ২৪ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার এসআই মাহবুবুল হাসান বিএনপি ও তখনকার ১৮ দলীয় জোটের ১৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।