লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সদস্য ও মহেন্দ্রনগর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ফখরুল ইসলাম বুলেটের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।
বুধবার (০১ জুলাই) বেলা ১২টায় সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে লালমনিরহাট-রংপুর মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।
পরে মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মহেন্দ্রনগর চৌরাস্তা থেকে বের হয়ে জুটমিল এলাকা হয়ে একই স্থানে এসে শেষ হয়।
গত ২৭ জুন রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাশের হারাটি ইউনিয়নের যুবলীগকর্মী আমিনুল খানের হাতে খুন হন সদর উপজেলা যুবলীগের সদস্য ও মহেন্দ্রনগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ফখরুল ইসলাম বুলেট।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
এসআর