ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

‘দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
‘দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, জনগণ তৈরি হচ্ছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন হবে।

গণবিস্ফোরণে এ সরকার বিদায় নেবে। ‘দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান’।
 
বুধবার (০১ জুলাই) রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ২০ দলীয় জোটের শরিক দল লিবারেল ডেমোক্রেটি পার্টি (এলডিপি) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
খালেদা জিয়া বলেন, গণবিচ্ছিন্ন সরকার জনগণের কথা ভাবছে না। তারা কেবল নিজেদের কথা ভাবছে। দুর্নীতি-লুটপাটের মাধ্যমে নিজেদের আখের যোগাচ্ছে। বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর চালাচ্ছে নির্যাতন। এ অবস্থা জনগণ আর মেনে নেবে না। তারা ভেতরে ভেতরে তৈরি হচ্ছে। গণঅভুত্থানের মাধ্যমেই সরকারের পতন হবে। গণবিস্ফোরণেই এ সরকার বিদায় নেবে। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান।
 
দুই মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য শেষে এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, মহাসচিব ড. রেদওয়ান আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আব্দুল হালিম, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মুহম্মদ ইসহাক, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি,  বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব সালাহ উদ্দিন মতিন, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এনডিপির সভাপতি খন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, মুসলীম লীগের সভাপতি এইচ এম কামরুজ্জামান খান, ইসলামিক পার্টির অতিরিক্ত মহাসচিব আবু তাহের চৌধুরী, পিপলস লীগের (পিএল) সভাপতি গরীবে নেওয়াজ, ন্যাপ ভাসানীর সভাপতি অ্যাড. আজহারুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মহিউদ্দিন একরাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজ উদিইদন আহমেদের সঙ্গে এক মঞ্চে ইফতার করেন খালেদা জিয়া।
 
বিএনপি নেতাদের মধ্যে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী সদস্য শামা ওবায়েদ প্রমুখ।
 
জোট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. রেদওয়ান উল্লাহ শাহেদী, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব এম এম আমিনুর রহমান, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, পিএলের মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ।
 
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহবুব উল্লাহ ও সাংবাদিক মাফুজ উল্লাহ এলডিপি আয়োজিত ইফতার মাহফিলে শরিক হন।
 
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
এজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।