সাভার (ঢাকা): বিএনপি চেয়ারপারসন জামায়াতকে সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লিগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
বুধবার (০১ জুলাই) সন্ধ্যায় সাভার পৌর আওয়ামী লীগের ইফতার ও আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
নানক বলেন, দেশের মানুষ আশা করেছিল খালেদা জিয়া জামায়াতের সঙ্গ ছেড়ে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসবেন। কিন্তু তিনি তা না করে জামায়াতকে সঙ্গে নিয়ে সন্ত্রাস ও আগুনের রাজনীতি করার হুমকি দিচ্ছেন।
কিন্তু এ ধরনের হুমকি দিয়ে কোন লাভ হবে না বলে মন্তব্য করেন তিনি।
সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা চেয়ারম্যান পারভেজ দেওয়ান প্রমুখ।
বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এমএ