ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিণতি হরর মুভির নায়িকার মতো হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে জাতীয় শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে ‘শেখ হাসিনার জন্য বাঙালি জাতি ধন্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে।
হাছান মাহমুদ আরও বলেন, বুধবার খালেদা বলেছেন, সরকারের পরিণতি হবে হীরক রাজার মতো। আপনাকে (খালেদা) বলতে চাই, আমাদের পরিণতি নিয়ে ভাবতে হবে না। আপনি নিজের পরিণতি নিয়ে ভাবুন।
হরর ফিল্মের নায়িকা যেমন প্রথমে জ্বালাও-পোড়াও করে, শেষে জনগণই তার পতন ঘটায়। আপনার পরিণতিও সেরকম হবে বলে মন্তব্য করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম আলম মুরাদ, কেন্দ্রীয় উপ কমিটির সহ সাধারণ সম্পাদক বলরাম পোদ্দার ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এসএ/এসএস