ঢাকা: নাশকতার এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (০২ জুলাই) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
এ আদেশের ফলে গয়েশ্বরের জামিনে মুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী নিতাই রায় চৌধুরী।
২০১৪ সালের ২৬ ডিসেম্বর তুরাগ থানায় গয়েশ্বর রায়ের বিরুদ্ধে নাশকতার মামলাটি দায়ের করা হয়। ওই দিনই তাকে আটক করে পুলিশ। ওই মামলায় ৬ মে জামিন পান তিনি। পরে রাষ্ট্রপক্ষ ২৪ মে তার জামিন স্থগিত চেয়ে আবেদন করে।
রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিতের আবেদন করলেও আপিল বিভাগ হাইকোর্ট গয়েশ্বরের জামিন বহাল রাখেন।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
ইএস/বিএস