সাতক্ষীরা: সাতক্ষীরায় গোপন বৈঠককালে জামায়াতের রোকন আসমা খাতুনসহ ১৬ নারী কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১টার দিকে পুরাতন সাতক্ষীরা এলাকার হক নামে এক ব্যবসায়ীর (হক সুইটসের সত্ত্বাধিকারী) বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক আসমা গৃহকর্তা হকের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, ওই ১৬ নারী মিলাদের কথা বলে নাশকতার পরিকল্পনা করতে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এসআই