লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিব মাস্টারকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের নিজ কার্যালয় থেকে গ্রেফতার হন তিনি।
গ্রেফতার আব্দুল লতিব উপজেলার চন্দ্রপুর এলাকার বাসিন্দা।
গ্রেফাতারের বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল রহমান বাংলানিউজকে জানান, আব্দুল লতিব ১০ম জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে সংঘটিত বিভিন্ন নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
বিকেলের মধ্যে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এসআই/