ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা খন্দকার মোশাররফ আইসিইউতে

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
বিএনপি নেতা খন্দকার মোশাররফ আইসিইউতে ড. খন্দকার মোশাররফ হোসেন

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল ১১টায় হঠাৎ ‍অসুস্থবোধ করায় তাকে কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হয়।



বাংলানিউজতে বিয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি বলেন, খন্দকার মোশাররফ হোসেনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

তিনি হাসপাতালের ডা. সজল ব্যানার্জির তত্ত্বাবধানে রয়েছেন বলেও জানান দিদ‍ার।

বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষ‍ার পর ডা. সজল ব্যানার্জি মোশাররফের হৃদরোগ ও ডায়াবেটিক সমস্যা ধরা পড়ে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতি মামলায় ড. খন্দকার মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন। সকালে অসুস্থবোধ করায় কাশিমপুর কারাগার থেকে হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এমএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।