ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বিক্ষোভ মিছিলের অনুমতি দাবি হেফাজতের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
বিক্ষোভ মিছিলের অনুমতি দাবি হেফাজতের

ঢাকা: সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ফের গ্রেফতার করে সর্ব্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে শুক্রবার (০৩ জুলাই) বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করার জন্য প্রশাসনের কাছ থেকে অনুমতি পাওয়া গেছে বলে দাবি করেছে হেফাজত ইসলাম ঢাকা মহানগর শাখা।

বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাওলানা ফজুলল করিম কাসেমী বাংলানিউজকে এ তথ্য জানান।



তিনি বলেন, প্রশাসনের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আমাদের অনুমতি দিয়েছেন। তবে সময় বেধে দেওয়া হয়েছে। দুপুর ২টায় শুরু করে পরবর্তী ৪৫ মিনিটের মধ্যে শেষ করতে আমাদের বলা হয়েছে।

কর্মসূচির স্থান সম্পর্কে তিনি বলেন, বায়তুল মোকাররম মসজিদের উত্তরগেট থেকে পল্টন ঘুরে দৈনিক বাংলা মোড় হয়ে ফের বায়তুল মোকাররম মসজিদের উত্তরগেটে এসে বিক্ষোভ মিছিলটি শেষ  হবে।

বিক্ষোভ মিছিলের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে ফজলুল করিম কাসেমী বলেন, আমাদের তেমন কোনো প্রস্তুতি নেই। আমরা শুধুমাত্র বায়তুল মোকাররমের উত্তরগেটেই বিক্ষোভ কর্মসূচি পালন করবো।

তবে হেফাজতের বিক্ষোভ মিছিলের অনুমতির বিষয়ে জানতে চাইলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোর্শেদ আলম দুপুরে  বাংলানিউজকে বলেন, অনুমতির বিষয়টি এখনো আমার জানা নেই।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুলাই ০২,২০১৫
এলকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।