ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতেমা আমিনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮৪ বছর বয়সী ফাতেমা আমিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বৃহস্পতিবার (০২ জুলাই) বাংলানিউজকে জানান, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হওয়ায় পরিবারের সদস্যরা তাকে ইউনাইটেড হাসাপাতালে ভর্তি করেছেন।
ফাতেমা আমিনের সঙ্গে ছোট ছেলে মির্জা ফয়সাল আমীনসহ পরিবারের অন্য সদস্যরা রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এজেড/আইএ