ঢাকা: আওয়ামী লীগ বিচার আর জনগণের ভয়ে নির্বাচন দিতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
বৃহস্পতিবার (০২ জুলাই) রাজধানীর মতিঝিলে হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে ২০দলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোট আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়া বলেন, বিচার আর জনগণের ভয়ে আওয়ামী লীগ নির্বাচন চায় না। তারা ভয় পায়।
তিনি বলেন, বিদেশিরা প্রত্যেকে বলছেন বাংলাদেশে গণতন্ত্র নেই। অতিদ্রুত আলাপ-আলোচনার মাধ্যমে সব দলের অংশগ্রহণে একটি নির্বাচনের ব্যবস্থা করা উচিৎ। কিন্তু ক্ষমতাসীনরা এতো লুটপাট-চুরি-খুন করেছেন যে তারা আজ মানুষের ভয়ে ক্ষমতা ছাড়তে চান না! নির্বাচন দিতে চান না। কারণ তারা জানেন নির্বাচন দিলে তাদের ভরাডুবি হবে।
দেশের পরিস্থিতি সম্পর্কে কথা বলতে গিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, আজকে দেশের কী অবস্থা; আপনারা তা বোঝেন। দেশ আজ কারাগারে পরিণত হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ সবাই বন্দি। আর আওয়ামী লীগের লোকজন যতই অপরাধ করুক, তারা ‘ফ্রি’।
বাংলাদেশের সব প্রতিষ্ঠান সরকার দলীয়করণ করেছে অভিযোগ করে তিনি আরও বলেন, বাংলাদেশের সব প্রতিষ্ঠান আজ দলীয়করণ হয়ে গেছে। একটিও বাকি নেই। বিচার বিভাগকও দলীয়করণ হয়েছে। এখানে বিএনপি-২০দলীয় জোট/আওয়ামী লীগ বিবেচনা করে বিচার করা হয়। আওয়ামী লীগের লোকজন বিচারের উপরে। তাদের সব ‘ফ্রি’।
খালেদা জিয়া বলেন, আজকে আওয়ামী লীগের মন্ত্রীরা লুটপাট করছে। তারপরও এগুলো অপরাধ নয়। কেননা তারা আওয়ামী লীগ করে।
দেশের মানুষের নিপরাপত্তা নেই দাবি করে ২০দলীয় জোট নেত্রী বলেন, দেশের মানুষের এখন কোনো নিরাপত্তা নেই। কী ঘরে-কী বাইরে। এখন নারীদেরও আওয়ামী লীগ নির্যাতন করে বলে অভিযোগ করেন খালেদা।
দেশে কর্মসংস্থানেরর অভাব দাবি করে বিএনপি প্রধান বলেন, অবস্থা ভালো না। শুধুমাত্র ঢাকার মানুষদের দেখে এটা বোঝা যাবে না। কারণ ঢাকার মানুষ যেমন-তেমনভাবে জীবনযাপন করছেন। সত্যিকারের খবর জানতে হলে ঢাকার বাইরে যেতে হবে। গ্রামে যেতে হবে। সেখানে মানুষ খুব কষ্টে আছে। আর সে কারণেই তারা মৃত্যুর ঝুঁকি নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে। দেশের বাইরের বেশিরভাগ গণকবর বাংলাদেশিদের বলেও মন্তব্য খালেদা জিয়ার।
সংগঠনের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বগত বক্তব্য দেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির বর্তমান মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান খান রিপন, দলের সাংগঠনিক ফজলুল হক মিলন, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির প্রেসউইংয়ের সদস্য শায়রুল কবির খান দিদার, জামায়াতের কর্মপরিষদ সদস্য আমিরুল ইসলাম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, মুসলিম লীগের সভাপতি এইচ এম কামরুজ্জামান, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমসহ ২০দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা। এছাড়াও ইফতারে বিএনপিপন্থি সাংবাদিকরা।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫, আপডেট: ২১০৬
এলকে/আইএ