ঢাকা: ক্ষমতাসীনদের কাঁধে ভর করে বাংলাদেশ থেকে ইসলাম বিদায় করার ষড়ষন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর)।
বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে বরিশালের চরমোনাই মাদ্রাসা ময়দানে ১৫ দিনব্যাপী বিশেষ তালিম তারবিয়াতের ১৪তম দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
চরমোনাই পীর বলেন, বিশ্বব্যাপী ইসলাম ও মুসলমানদের নিশ্চিহ্ন করতে আল-কুফরু মিল্লাতুন ওয়াহিদাহ হয়ে মাঠে নেমেছে। বাংলাদেশও সেই চক্রান্ত থেকে বাদ নেই। ক্ষমতাসীনদের কাঁধে ভর করে এ দেশ থেকেও ইসলাম বিদায় করতে ষড়ষন্ত্র চলছে।
মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে এ চক্রান্ত নসাৎ করে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় প্রিন্সিপাল মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, আল্লামা আলী আনসারী, মাওলানা মুজিবুর রহমান কালিশ্বরী, মাওলানা জিয়াউল করীম, মুফতী এছহাক মুহাম্মদ আবুল খায়েরসহ মাদ্রাসার আলেমরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময় : ২০০৯ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এলকে/আরএম