ঢাকা: কাদিয়ানিদের ইসলাম ও মুসলমানদের শত্রু আখ্যায়িত করে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছে তাহরিকে খতমে নুবুওয়্যাত বালাদেশ নামে একটি সংগঠন।
বৃহস্পতিবার (২ জুলাই) জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে সংগঠনটির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে দাবি জানানো হয়।
ইফতার অনুষ্ঠানের সভাপতি ও সংগঠনের আমির আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী অভিযোগ করেন, কাদিয়ানিরা কাফের ও অমুসলিম। তারা ইহুদিদের অর্থ ও ব্রিটেন সরকারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের মুসলমান ও ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করছে। অনতিবিলম্বে তাদের নিষিদ্ধ করতে হবে।
সদ্য জামিনে মুক্ত সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে ইসলাম অবমাননাকারী উল্লেখ করে তাকে আবারও গ্রেফতারের দাবি জানান এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী। নতুবা তীব্র আন্দোলনের হুমকি দেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাওলানা আরিফুল রহমান, ঢাকা মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা অধ্যক্ষ হেমায়েত উদ্দিন, ইসলামী ঐক্য আন্দোলনের চেয়ারম্যান মাওলানা ড. মোহাম্মদ ইসা শাহেদি প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
আইএএ/কেএইচ/