ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

মায়ার মন্ত্রিত্বের সিদ্ধান্ত দেবেন হাইকোর্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
মায়ার মন্ত্রিত্বের সিদ্ধান্ত দেবেন হাইকোর্ট ছবি:কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ার মন্ত্রিত্ব থাকছে কিনা সে ব্যাপারে হাইকোর্টই সঠিক সিদ্ধান্ত দেবেন বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ড. কামাল হোসেন।

শুক্রবার (০৩ জুলাই) রাজধানীর মহাখালীতে ব্রাক ইন সেন্টারে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।



প্যারা-লিগ্যাল ভলান্টিয়ারদের একটি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ প্রদানে এ অনুষ্ঠানের আয়োজন করে সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ (সেইলস) ও ব্র্যাক।
 
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, কেউই বিচারের ঊর্ধ্বে নন। মায়ার বিষয়টি এখন বিচারাধীন। তার মন্ত্রিত্ব থাকবে কি থাকবে না, এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন হাইকোর্ট। এ প্রশ্নের উত্তর জানতে হাইকোর্টের রায়ের জন্য অপেক্ষা করাই ভালো। কোর্টই জানাবেন, মায়ার জন্য সঠিক কী হবে।
 
প্রবীন এ আইনবিদ বলেন, আইন নিজের নিয়মে চলবে। ব্যক্তি পরিচয় আদালতকে প্রভাবিত করতে পারবে না।
 
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৫, আপডেট: ১৩৪০ ঘণ্টা
এসকেএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।