পঞ্চগড়: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ফরহাদ হোসেন আজাদের বাবা তোজাম্মেল হোসেন (৯০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাধ্যর্কজনিত কারণে শুক্রবার (৩ জুলাই) সকাল ৬টার দিকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, ছয় মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ আছর পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের মেনাগ্রাম এলাকার পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাকে সমাহিত করা হবে বলে মরহুমের পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৫
এএটি/আরএ