ঢাকা: ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ফের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী দলগুলো।
শুক্রবার (০৩ জুলাই) দুপুর ২টায় (বাদ জুমা) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে ইসলামী দলগুলো এ বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, জমিয়তে উলামা ইসলাম, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনসহ ইসলামী দলগুলো।
এ সময় মিছিলকারীদের লতিফ সিদ্দিকীর ফাঁসি চেয়ে উত্তেজিত স্লোগান দিতে দেখা যায়।
মিছিলে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর আহ্বায়ক মাওলানা নূর হোসেন কাসেমী, সদস্য সচিব জুনায়েদ আল হাবিব, নায়েবে আমির ওবায়দুল্লাহ ফারুক, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাইয়ুম, ঢাকা মহানগরের সভাপতি শেখ গোলাম আসগর, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি নুরুল ইসলাম আল আমিন, নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রউফ প্রমুখ।
মিছিল শেষে লতিফ সিদ্দিকীর কুশপুত্তলিকা দাহ ও জুতা প্রদর্শন করা হয়। সবশেষে ইসলাম রক্ষায় দোয়া অনুষ্ঠিত হয়।
মিছিল চলাকালে বায়তুল মোকাররমের সামনে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংগঠনটির ঢাকা মহানগরীর আহ্বায়ক মাওলানা নূর হোসেন কাসেমী বলেন, লতিফ সিদ্দিকী মুরতাদ। সে ইসলামকে অবমাননা করে যে বক্তব্য দিয়েছে, তাতে অবশ্যই তাকে আবার গ্রেফতার করে ফাঁসি দিতে হবে।
এ সময় ইসলামবিরোধী মন্তব্যের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান রেখে সংসদে আইন পাশের দাবি জানান তিনি। এ আইন করার আগ পর্যন্ত ইসলামী দলগুলোর আন্দোলন চলবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে ইসলামী দলগুলোর মিছিলকে কেন্দ্র করে বেলা ১১টা থেকেই বিশৃঙ্খলা ঠেকাতে পল্টন মোড়, জিরো পয়েন্ট, দৈনিক বাংলা মোড়, বিজয়নগর, বায়তুল মোকাররম উত্তর গেটসহ এর আশপাশ এলাকায় বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়।
তবে এ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৫
এমএম/এলকে/আরএম
** হেফাজতের বিক্ষোভ কেন্দ্র করে পল্টনে নিরাপত্তা জোরদার