ঢাকা: লন্ডনে বিএনপি ঘরানার সাংবাদিকদের নিয়ে ইফতার করলেন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। আর এ ইফতার আয়োজনের খবর অন্য সাংবাদিকদের জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে।
বৃহস্পতিবার (২ জুলাই) যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে পূর্ব লন্ডনের সোনারগাঁ রেস্টুরেন্ট এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (৩ জুলাই) সংবাদকর্মীদের কাছে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে তারেক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় তিনি সরকারের সমালোচনা করেন। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নবানে তারেককে জর্জরিত হতে হয় বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, এক/এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে অসুস্থতার চিকিৎসা নিতে জামিন নিয়ে লন্ডনে চলে আসার পর এ প্রথম সাংবাদিকদের নিয়ে বসলেন তারেক।
সাংবাদিকদের সম্মানে আয়োজিত এ ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় আর্ন্তজাতিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, মঞ্জুরুস সামাদ চৌধুরী মামুন, কামাল উদ্দিন, চার্টার্ড ইনস্টিটিউট অব লিগ্যাল এক্সিকিউটিভের মেম্বার ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম, মিডিয়া কমিটির আকতার হোসেন, তাজ উদ্দীন প্রমুখ।
ইফতার অনুষ্ঠানে বিএনপি ঘরানার বেশ কিছু সাংবাদিক উপস্থিত ছিলেন বলেও দাবি করা হয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৫
এইচএ/