ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

লতিফ সিদ্দিকীর গ্রেফতার দাবিতে খুলনায় বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
লতিফ সিদ্দিকীর গ্রেফতার দাবিতে খুলনায় বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ফের গ্রেফতার ও শাস্তির দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (০৩ জুলাই) বাদ জুমা নিউ মার্কেট সংলগ্ন বায়তুন নূর মসজিদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে দলের মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক সভাপতিত্ব করেন।



প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির আলহাজ মাওলানা আব্দুল আওয়াল।

এসময় বক্তৃতা করেন মহানগর সম্পাদক শেখ নাসির উদ্দিন, জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান উজ্জ্বল, ইসলামী আন্দোলনের নেতা মো. আমজাদ হোসেন, মাওলানা ইমরান হোসেন, মুফতি আমান উল্লাহ, মাওলানা মোজাফ্ফর হোসেন, ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার এজাজ মুনসুর, শেখ হাসান ওবায়দুল করীম, জি.এম সজীব মোল্লা, মুক্তিযোদ্ধা জি. এম কিবরিয়া প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিউ মার্কেট থেকে ডাকবাংলা মোড়ে গিয়ে শেষ হয়।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৫
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।