লক্ষ্মীপুর: ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়ার মামলায় জামিনপ্রাপ্ত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে ফের গ্রেফতার করে ফাঁসির দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখা এ বিক্ষোভ মিছিল বের করে।
লক্ষ্মীপুর শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে উত্তর তেমুহনী গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ক্যাপ্টেন অনারারি (অব.) মোহাম্মদ ইব্রাহিম ও মওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৫
এএটি