সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়া আন্দোলনের একজন ব্যর্থ নেত্রী। তার রাজনীতি এখন ইস্কাটনের লেডিস ক্লাবে বন্দি।
তিনি বলেন, বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও এবং নৈরাজ্য না থাকলে দেশ আরো এগিয়ে যেতো।
শুক্রবার (০৩ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইলে ও বাগবাটিতে পৃথক দু’টি সমাবেশে এসব কথা বলেছেন।
স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব ব্যাংকের উদ্ধৃতি টেনে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। খুব শিগগিরই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
তিনি আরও বলেছেন, ধারাবাহিকভাবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। এ জন্য তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন।
বিএনপি-জামাত জোটের আন্দোলনের নামে মানুষ হত্যার রাজনীতির সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্দোলন ও নির্বাচন থেকে পালানোর অভ্যাস ত্যাগ করে ২০১৯ সালের নির্বাচনে অংশ নেবার জন্য প্রস্তুতি নিন। তা না হলে আপনি (খালেদা) জনবিচ্ছিন্ন হয়ে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপিত হবেন। পালানোর পথ পাবেন না।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সাবকে এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আহমেদুল কবির, নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মোল্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, কাজীপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, সাবেক ছাত্র নেতা জাকির হোসেন প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী গাইন্ধাইলে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলোজি এবং বাগবাটিতে প্রায় সাড়ে ১৭ কোটি টাকা ব্যয়ে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এর আগে তিনি কাজীপুরের নিজ বাসভবনে এনটিভি’র ১২ বছর পূর্তি অনুষ্ঠানের শুভ কামনা করে কেক কাটেন।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৫
এসএইচ