ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

টাঙ্গাইলে বিএনপির ইফতারে সংঘর্ষে আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
টাঙ্গাইলে বিএনপির ইফতারে সংঘর্ষে আহত ২০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার অনুষ্ঠানে নির্দিষ্ট স্থানে বসা এবং ইফতার কম হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

শুক্রবার (০৩ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইল ক্লাবে এ ঘটনা ঘটে।



সংশ্লিষ্টরা জানায়, সন্ধ্যায় টাঙ্গাইল ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন। একপর্যায়ে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লুৎফর রহমান খান আজাদ, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী ও সাবেক মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর বসার আসন নিয়ে জেলা বিএনপির সহ-সভাপতি সাইদুল হক সাদু, যুগ্ম আহ্বায়ক সাদেকুল আলম খোকা ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের কথাকাটাকাটি হয়।

এ সময় ফরহাদ ইকবাল তার আসন ছেড়ে দিলেও সাদু ও খোকা আসন না ছাড়ায় তাদের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। নেতাকর্মীরা ইফতার মাহফিল অনুষ্ঠানে চেয়ার, কাচের গ্লাস ছোড়াছুড়ি করে ও টেবিল ভাঙচুর করে। এতে টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম বাবু ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, মির্জাপুর ও ঘাটাইল উপজেলা বিএনপির নেতাকর্মীসহ ২০ জন আহত হন। এতে ইফতার মাহফিল পণ্ড হয়ে যায়।

জেলা বিএনপির সভাপতি আহম্মেদ আযম খানের সভাপতিত্বে ইফতার মহাফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লুৎফর রহমান খান আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, লুৎফর রহমান মতিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম তোফা প্রমুখ।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খান বাংলানিউজকে বলেন, জেলা বিএনপির সহ-সভাপতি সাইদুল হক সাদু ও যুগ্ম সম্পদক সাদেকুল আলম খোকার উস্কানিমূলক কর্মকাণ্ডে সংঘর্ষের সূত্রপাত হয়। এদের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে  জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৫     
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।