ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেট মহানগর ছাত্রলীগের সম্মেলন: ফের সমঝোতার কমিটি!

নাসির উদ্দিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
সিলেট মহানগর ছাত্রলীগের সম্মেলন: ফের সমঝোতার কমিটি!

সিলেট: সিলেট মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাচ্ছেন না তৃণমূল নেতাকর্মীরা! উল্টো তাদের ভাগাভাগির মাধ্যমে সম্মেলনের আগেই নির্ধারিত হওয়া নেতৃত্বের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে।


 
ফলে নেতৃত্বের দৌড়ে এগিয়ে থাকা মাঠ পর্যায়ের ত্যাগী, পরীক্ষিত নেতারা দলের শীর্ষ পদ-পদবী থেকে বঞ্চিত হচ্ছেন।

সম্মেলনের একদিন আগেই শুক্রবার (০৩ জুলাই) রাতে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে আলাপ করে এমন আভাস পাওয়া গেছে। মহানগর ছাত্রলীগের নতুন নেতৃত্বে যারা আসছেন তাদের সবাই দলের চারটি গ্রুপের সঙ্গে সম্পৃক্ত।

তবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দু’টি এবার দখলে যাচ্ছে দর্শন দেউড়ি গ্রুপে ও কাস্মির গ্রুপে। এরমধ্যে সভাপতি পদ পাচ্ছেন দর্শন দেউড়ি গ্রুপের আমেরিকা প্রবাসী কিশোর জাহান সৌরভ। আর সাধারণ সম্পাদক পদে আসছেন কাস্মির গ্রুপের মো. মাহমুদুল হাসান সানি। দলের এ শীর্ষ দুটি পদে উল্লেখিতরা যে থাকছেন, তা শুক্রবারই চূড়ান্ত হয়ে গেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

অন্য গ্রুপগুলোতে কার্যনিবাহী কমিটির অন্য পদগুলো ভাগবাটোয়ারা নিয়ে আলোচনা চলছে। এনিয়ে দলের গ্রুপ, উপ-গ্রুপগুলোর মধ্যে পদ-পদবি নিয়ে রয়েছে চাপা ক্ষোভ-অসন্তোষ। এক্ষেত্রে ক্ষোভ নিরসনে শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে সভাপতি-সম্পাদকের পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি পদে নাম ঘোষণা করা হতে পারে।

দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, এবারও ম্যানেজের মাধ্যমে ছাত্রলীগের কমিটি আসছে। পূর্বে যেভাবে চার গ্রুপের সমঝোতার মাধ্যমে কমিটি হয়েছে, এবারও হচ্ছে তা। মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সিনিয়র যুগ্ম সম্পাদক পদ পাচ্ছে নগরীর তেলিহাওর ও টিলাগড় গ্রুপ।

এছাড়া পরবর্তীতে সমঝোতার স্বার্থে জেলা ছাত্রলীগের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ তেলিহাওর ও টিলাগড় গ্রুপের মধ্যে ভাগবাটোয়ারা হবে-দলীয় সূত্রে এমনটি নিশ্চিত হওয়া গেছে।

এদিকে, শনিবার (০৪ জুলাই) সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের যোগ দিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ.এম বদিউজ্জামান সোহাগ, সাবেক সভাপতি বাহাদুর ব্যাপারীসহ ১৫ সদস্যের প্রতিনিধি দল সিলেট এসে পৌঁছেছেন। তবে, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম দেশের বাইরে অবস্থান করায় প্রতিনিধি দলের সঙ্গে তিনি আসেননি।
  
সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার বলেন, সম্মেলনকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন। ইতোমধ্যে ১০৬টি বায়োডাটা জমা পড়েছে। উত্থাপিত বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ অস্বীকার করে তিনি বলেন, কেন্দ্র থেকে নির্দেশনা হলো নিয়মিত ছাত্র যারা, তাদেরই মেধা ও যোগ্যতার ভিত্তিতে কমিটিতে স্থান দেওয়া। তাই করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮২৬ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫ 
এনইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।