সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শিবিরের সাবেক সাধারণ সম্পাদক আজগর আলীসহ ৬ কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (০৪ জুলাই) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ের বেসরকারি সংস্থা প্রত্যয়ের অফিসে গোপন বৈঠককালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কালিগঞ্জ উপজেলা শিবিরের সাবেক সাধারণ সম্পাদক আজগর আলী, শিবির কর্মী রফিকুল ইসলাম, আবু সালেহ, মুস্তাফিজ, আলতাফ হোসেন, ইসলাম গাজী ও সিরাজুল ইসলাম।
এদের মধ্যে আলতাফ হোসেনের বাড়ি সদর উপজেলার মিয়াসাহেবের ডাঙ্গী। অন্যান্যরা কালিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শহরের খুলনা রোডের মোড়ের প্রত্যয় অফিসে বসে নাশকতার পরিকল্পনা করার জন্য গোপন বৈঠককালে তাদের আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
এসএইচ