ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

গাজীপুর সিটি মেয়রের মুক্তি দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
গাজীপুর সিটি মেয়রের মুক্তি দাবি

ঢাকা: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে অধ্যাপক এম এ মান্নান মুক্তি পরিষদ।
 
শনিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।


 
মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তি পরিষদের আহ্বায়ক আহমেদ আলী রূশদী, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, গাজীপুর বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ড. সৈয়দ উজ-জামান, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ প্রমুখ।
 
বক্তারা বলেন, মেয়র না থাকার কারণে গাজীপুর সিটি করপোরেশনের অনেক উন্নয়ন কাজ বন্ধ রয়েছে। এতে জনগণ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
 
গাজীপুরবাসীর কথা চিন্তা করে সরকার অবিলম্বে মেয়রের মুক্তি দেবে বলে আমরা আশা করছি।
 
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
এসই/আইএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।