ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে ছাত্রলীগের সম্মেলন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
সিলেটে ছাত্রলীগের সম্মেলন শুরু

সিলেট: সিলেট মহানগর ছাত্রলীগের সম্মেলনের শুরু হয়েছে। শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও দুপুর পৌনে ১২টায় শুরু হয়।



সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলনের পর সাদা পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় এইচ এম বদিউজ্জামান সোহাগ।  

সম্মেলনে প্রথম অধিবেশনের সভাপতিত্ব করছেন মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার।

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সহ-সভপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাহাদুর বেপারী প্রমুখ।

এছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

ভোর থেকেই মিছিলে মিছিলে স্লোগান দিয়ে সম্মেলনে যোগ দেন নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।