ঢাকা: গুড গর্ভনেন্সের অভাবে উন্নয়ন সহযোগী দেশগুলো বাংলাদেশ থেকে তাদের ফান্ড ফিরিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান খান রিপন।
শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গুড গর্ভনেন্সের অভাব এবং নির্বাচন কমিশন সরকারের ‘সেবাদাস’ প্রতিষ্ঠানে পরিণত হওয়ায় উন্নয়ন সহযোগী দেশগুলো তাদের ফান্ড ফিরিয়ে নিচ্ছে।
রিপন বলেন, বিগত সিটি নির্বাচনসহ স্থানীয় নির্বাচন ও ৫ জানুয়ারির নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি। এসব নির্বাচনের সুষ্ঠু তদন্তের জন্য বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশগুলো সুষ্ঠু তদন্তের দাবি করেছিল। কিন্তু নির্বাচন কমিশন তা করেনি। বরং তদন্ত না করে তাদের গেজেট প্রকাশ করেছে।
নির্বাচন কমিশনের এই ধরনের সরকারের ‘সেবাদাস’ মনোভাবের কারণেই দেশের জনগণের সঙ্গে উন্নয়ন সহযোগী দেশগুলোও হতাশ হয়ে বাংলাদেশ থেকে তাদের ফান্ড বা প্রকল্পগুলো ফিরিয়ে নিচ্ছে, মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করে বলেন, এ নির্বাচন কমিশন সরকারের পুরোপুরি সেবাদাস প্রতিষ্ঠান। তাই তাদের অধীনে ভবিষ্যতে কোনো ধরনের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া সম্ভব নয়।
নির্বাচন কমিশন দুর্নীতিগ্রস্ত এবং তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে অভিযোগ করে আসাদুজ্জামান বলেন, নির্বাচন কমিশন বিগত নির্বাচনগুলোতে জনগণের আশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাই আশাকরি প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের সবাই পদত্যাগ করে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে কমিশন পুর্নগঠনের সুযোগ করে দেবেন।
এ সময় তিনি নিবন্ধিত সব দল এবং সিভিল সোসাইটির সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
‘সন্ত্রাসের’ নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান এমপিরা নির্বাচিত হয়েছেন অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, বর্তমান সংসদ সদস্যরা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। আগামীতেও এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য এখন তারা বেপোরোয়া হয়ে উঠেছেন। তাই রমজান মাসেও বিএনপির বিভিন্ন ইফতার মাহফিলে হামলা- ভাঙচুর চালাচ্ছে। এটা কোনোভাবে কাম্য হতে পারে না।
এ সময় তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের ইফতার মাহফিলে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান।
সরকারের উদ্দেশে রিপন বলেন, আপনাদের লাঠিয়াল বাহিনীকে থামান। এভাবে হামলা হতে থাকলে আমাদের কর্মী বাহিনী কতদিন চেয়ে চেয়ে দেখবে। রমজান মাস সংযমের মাস। এ মাসে আমরা কোনো ব্যবস্থা নিতে চাই না।
আওয়ামী লীগ নিজেরাই নিজেদের বিনাশ করছে উল্লেখ করে তিনি বলেন, সরকার বিএনপির সাংবিধানিক অধিকারকে ক্রমেই সংকুচিত করছে। বিরোধী দলগুলোর সাংবিধানিক অধিকারকে সংকুচিত করতে গিয়ে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিজেরাই নিজেদের বিনাশ করছে।
‘খালেদার রাজনীতি এখন লেডিস ক্লাবে বন্দি’ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি বলেন, এতে আস্ফালন করার কি আছে? এটা আপনাদের কোনো সফলতা নয়। এটাতো আপনাদের স্বৈরাচারী কর্মকাণ্ডের ফসল।
সংবাদ সম্মেলনে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জুলাই ০৪,২০১৫/আপডেট: ১৪২৬ ঘণ্টা
এলকে/জেডএস