ঢাকা: আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের বাগেরহাট জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। চিরঞ্জীব বিশ্বাস সানিকে সভাপতি এবং নাহিয়ান আল সুলতান ওশানকে সাধারণ সম্পাদক করে এ কমিটি করা হয়েছে।
সম্প্রতি ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম নতুন কমিটি অনুমোদন দিয়েছেন।
দশ বছর পর ছাত্রলীগের বার্ষিক সম্মেলন গত ২৩ মে শহরতলীর খানজাহান আলী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০০৪ সালের ৪ আগস্ট বাগেরহাট জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলেন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সরদার নাসির উদ্দিন সভাপতি ও মীর জায়েসি আশরাফি জেমস জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
এনএস