ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বাগেরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
বাগেরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি

ঢাকা: আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের বাগেরহাট জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। চিরঞ্জীব বিশ্বাস সানিকে সভাপতি এবং নাহিয়ান আল সুলতান ওশানকে সাধারণ সম্পাদক করে এ কমিটি করা হয়েছে।

কমিটিতে সহ সভাপতি হিসেবে মো. মনির হোসেন ও গাজী সালমান রহমান শুভকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সম্প্রতি ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম নতুন কমিটি অনুমোদন দিয়েছেন।

দশ বছর পর ছাত্রলীগের বার্ষিক সম্মেলন গত ২৩ মে শহরতলীর খানজাহান আলী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০০৪ সালের ৪ আগস্ট বাগেরহাট জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলেন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সরদার নাসির উদ্দিন সভাপতি ও মীর জায়েসি আশরাফি জেমস জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।