সিলেট: একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, ‘শেখ হাসিনার একটাই উদ্দেশ্য ২০২১ সালে দেশকে মধ্যম আয়ের ও ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করা’।
শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত মহানগর ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, ছাত্রলীগে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে-কিন্তু সংঘাত থাকবে না। পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে এবং মেধা, মনন ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে আমরা কমিটি দেবো।
মহানগর ছাত্রলীগের বিদায়ী সভাপতি রাহাত তরফদারের সভাপতিত্ব সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আশফাক আহমদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন ও কেন্দ্রীয় সহ-সভাপতি নাঈম হাসান ও মহানগর ছাত্রলীগের বিদায়ী সাধারণ সম্পাদক এমরুল হাসান প্রমুখ।
এর আগে দুপুর ১২টায় শুরু হওয়া এ সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হয় বেলা ২টায়। পরে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে সম্মেলনে দ্বিতীয় অধিবেশন হওয়ার কথা থাকলেও তা হয়নি। এরপর কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ কমিটি ঘোষণা না করেই ঢাকার উদ্দেশে রওয়ানা হন।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
এনইউ/আরআই