ঢাকা: আব্দুল লতিফ সিদ্দিকীর ক্ষমার কোনো সুযোগ ইসলামে নেই। তাকে সর্ব্বোচ্চ শাস্তি পেতেই হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর)।
শনিবার (০৪ জুলাই) রাজধানীর কাকরাইলে রাজমনি ঈশা খাঁ হোটেলে এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষাবিদ, ওলামা- মাশায়েখ ও ব্যবসায়ীদের সম্মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ ইফতার মাহফিলের আয়োজন করে।
শুভেচ্ছা বক্তব্যে চরমোনাই পীর বলেন, দেশে অপরাজনীতি চলছে। রাজনীতির নামে ধান্ধাবাজি, দলবাজি ও ক্ষমতালোভীরা রমজানের শিক্ষাকে ম্লান করে দিচ্ছে। এ ধরনের অপরাজনীতির অবসান হওয়া প্রয়োজন।
আব্দুল লতিফের মুক্তিতে সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, লতিফ সিদ্দিকীর মুক্তিতে সরকার জনগণকে ঈমান রক্ষার পরিস্থিতিতে ফেলেছে। এর দায়-দায়িত্ব সরকারের কাঁধেই যাবে।
এসময় তিনি লতিফ সিদ্দিকীর সর্ব্বোচ্চ শাস্তির আইন পাসের জন্য সরকারের প্রতি দাবি জানান।
ইফতার মাহফিলে সাবেক চিফ হুইফ শহিদুল হক জামাল, সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতা মাওলানা মুজিবুর রহমান হামিদী, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র ইমাম মাওলানা মুহিবুল্লাহ হিল বাকি, ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
এলকে/এসএস