ঢাকা: অনেক দিন ধরে আটকে থাকা ঢাকা মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি আগস্টের পর ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ এই দুই মহানগর কমিটি গঠনের প্রস্তুতি চলছে।
আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে জানা যায়, রোজা এবং ঈদের মধ্যে মহানগরের নতুন কমিটি দেওয়ার সম্ভাবনা কম। আবার ঈদের কিছু দিন পরই শুরু হচ্ছে শোকের মাস আগস্ট। এ মাসব্যাপী শোকের কর্মসূচি চলবে। শোকের মাসে মহানগরের কমিটি দেওয়ার সম্ভাবনা নেই। আগস্টের পর নতুন কমিটি দেওয়ার প্রস্তুতি রয়েছে।
তবে সার্বিক পরিস্থিতির কারণে ঈদের পরই আগস্ট শুরুর আগে নতুন কমিটি ঘোষণা করা হতে পারে বলেও কেউ কেউ মন্তব্য করেন। তাদের মতে, যেহেতু সম্মেলনের পর দীর্ঘ আড়াই বছর ধরে কমিটি ঝুলে আছে। নেতাকর্মীরাও দ্রুত কমিটি প্রত্যাশা করছেন। তাই, মহানগরের নেতাকর্মীদের চাঙ্গা করতে দ্রুতই নতুন কমিটির ঘোষণা দেওয়া হতে পারে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১২ সালের ২৭ ডিসেম্বর। এই সম্মেলনে আওয়ামী লীগের কার্ডনির্বাহী সংসদের সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের পুরনো কমিটিকে কার্যক্রম চালিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়। ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, যত দিন নতুন কমিটি দেওয়া না হবে, তত দিন বর্তমান কমিটিই দায়িত্ব পালন করে যাবে।
এর পর থেকে গত আড়াই বছর সময় পার হলেও নতুন কমিটি দেওয়া সম্ভব হয়নি।
ওই সম্মেলনের এক দিন পর ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এ কারণেই তাড়াহুড়ো করে ঢাকা মহানগরের নতুন কমিটি দেওয়া সম্ভব হয়নি বলে নেতারা জানান। পরে এই কমিটি ঝুলে যাওয়ার পেছনে বিরোধী দলের আন্দোলন মোকাবেলা, জাতীয় নির্বাচন, সিটি কর্পোরেশনসহ বিভিন্ন জটিলতাকে দায়ী করছেন আওয়ামী লীগ নেতারা।
তবে দ্রুতই মহানগরের দুই কমিটি গঠনের প্রস্তুতি নেওয়ার জন্য আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের আন্তর্জাতিক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান ও কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাককে দায়িত্ব দেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে এই দুই নেতা দলের পক্ষ থেকে নির্বাচনী সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। এ কারণে নির্বাচনের পরই তাদের মহানগর আওয়ামী লীগের খোঁজ-খবর নিয়ে কমিটি গঠনের ব্যাপারে সহযোগিতা করার নির্দেশ দেন দলের সভাপতি।
তারা মহানগরের নেতাদের সঙ্গে কথা বলে সম্ভাব্য নেতৃত্বের ব্যাপারে সার্বিক খোঁজখবর নিয়েছেন বলে জানা গেছে।
এদিকে, দুই মহানগরের নতুন নেতৃত্বে বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। এদের মধ্যে ঢাকা উত্তরে একেএম রহমতউল্লাহ, কামাল আহমেদ মজুমদার, আসাদুজ্জামান খান কামাল, আসলামুল হক আসলাম, শেখ বজলুর রহমান, সাদেক খান, মাইনুল হোসেন খান নিখিলের নাম আলোচনায় রয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণে বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মুকুল চৌধুরী, মেয়র সাঈদ খোকন, শাহে আলম মুরাদ, নজিবুল্লাহ হিরু, হাজী সেলিমের নাম শোনা যাচ্ছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণার বিষয়ে জানতে চাওয়া হলে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান বাংলানিউজকে বলেন, কমিটির প্রস্তুতি নেওয়া হচ্ছে। দ্রুতই হয়ে যাবে আশা করি। তবে নির্দিষ্ট করে বলতে পারবো না কবে হবে! এটা নেত্রীর (সভাপতি শেখ হাসিনা) সিদ্ধান্তের বিষয়।
একই ধরনের কথা বললেন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক।
তিনি বাংলানিউজক বলেন, সময় বলতে পারবো না। তবে কমিটি তাড়াতাড়িই দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২২২১ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এসকে/এবি