ঢাকা: পেটের পীড়া আর পায়ের ব্যথায় কাতরাচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ১৫ জুন বামরুনগ্রাদ হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিলো তার।
শনিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে রিজভীর স্ত্রী আরজুমান আরা আইভি ফোনে বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, ২০০৪ সালে ব্যাংকক এর বামরুনগ্রাদ হাসপাতালে অস্ত্রোপচার করে রিজভীর হাত ও পায়ে মেডিকেটেড স্টিল প্লেট বসানো হয়। এর পর থেকে তিনি নিয়মিত বামরুনগ্রাদ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে আসছেন।
এরই ধারাবাহিকতায় ১৫ জুন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিলো ডাক্তার পানিয়াওং পাপিনাচাই(Panyawong papinachai)-এর। কিন্তু রিজভী এখন আছেন কাশিমপুর কারাগার পার্ট-২ এ।
এর আগে দুপুরে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এক মেইল বার্তায় মিডিয়াকে জানান, ‘বর্তমানে রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর এবং ক্রমেই অবনতিশীল পর্যায়ে চলে যাচ্ছে। ’
তবে দলের সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি সাক্ষরিত ওই মেইল বার্তায় রিজভীর বর্তমান অবস্থান এবং কোন সূত্র থেকে তার অসুস্থতার খবর পাওয়া গেছে-এর কোনো উল্লেখ ছিলো না।
বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য দলের সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনির সঙ্গে যোগাযোগ করা হলে বাংলানিউজকে তিনি বলেন, রিজভী আহমেদ এই মুহূর্তে কোথায় আছেন তা ঠিক বলতে পারব না।
ড. আসাদুজ্জামান রিপনকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরে বিএনপি অফিস সূত্র জানায়, রিপনের নামে পাঠানো ওই মেইলবার্তার খবর জানেন না রিপনও। মিডিয়াতে পাঠানো বিবৃতিটির ড্রাফট্ করেছেন নয়াপল্টন কার্য্যালয়ের স্টাফ রেজাউল করিম।
বিষয়টি জানার জন্য রেজাউল করিমকে ফোন দিলে বিবৃতির ড্রাফট তৈরির কথা স্বীকার করলেও রিজভীর অবস্থান সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি।
রাতে রুহুল কবির রিজভীর ঘনিষ্ঠজন অধ্যাপক আমিনুল ইসলাম ফোনে বাংলানিউজকে জানান, শুক্রবার (৩ জুলাই) কাশিমপুর কারাগার পার্ট-২ তে গিয়ে রুহুল কবির রিজভীর সঙ্গে দেখা করেছেন তার স্ত্রী আরজুমান আর আইভি।
ওই দিন বেলা ২টা থেকে আড়াইটা পর্যন্ত টানা আধা ঘণ্টা স্বামীর সঙ্গে কথা বলেন আইভি।
এ সময় তার সঙ্গে ছিলেন খালাতো ভাই নর্থসাউথ ইউনিভার্সিটির শিক্ষক ইকবালুর রহমান, ভাইয়ের ছেলে জাকির হোসেন ও গাজীপুর ল’ কলেজের প্রিন্সিপাল।
আরজুমান আরা আইভি বাংলানিউজকে বলেন, প্রতি শুক্রবারই রিজভীর সঙ্গে কারাগারে দেখা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল (শুক্রবার, ৩ জুলাই) ওর (রিজভীর) সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ওর শারিরিক অবস্থা খুবই খারাপ।
রুহুল কবির রিজভীর সর্বশেষ শারীরিক অবস্থা জানার জন্য কাশিমপুর কারাগার পার্ট-২ তে বার বার যোগযোগ করা হলেও দায়িত্বরত চিকিৎসকরা এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি।
বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
এজেড/জেডএম