ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

কেন্দ্রীয় কারাগারে বিএনপি নেতার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
কেন্দ্রীয় কারাগারে বিএনপি নেতার মৃত্যু

ঢাকা: রাজধানীর কেন্দ্রীয় কারাগারে মতিঝিলের বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতি মোসলেউদ্দিন আহমদের (৬০) মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) রাত পৌনে ১০টায় তার মৃত্যু হয়।



তিনি ২৯/৩ উত্তর কমলাপুরের বাসিন্দা ও বর্তমান ৮ এবং সাবেক ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক বিএনপির কমিশনার ও সাবেক ওয়ার্ড সভাপতিসহ মতিঝিল থানার যুগ্ম সম্পাদক ছিলেন।

ঢামেকে দায়িত্বরত কারারক্ষী জাকারিয়া বাংলানিউজকে জানান, সন্ধ্যার পর মোসলেউদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে নিয়ে এলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার হাজতি নম্বর ২০৫৬৭/১৫।

মৃত মোসলেউদ্দিনের ছোট ভাই শামমুদ্দিন মাসুম বলেন, চলতি মাসের এক তারিখে কমলাপুর বড় মসজিদ থেকে তারাবি নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে মতিঝিল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে রাজনৈতিক সহিংসতার ঘটনায় মামলা দিয়ে আদালতে পাঠায় সেখান থেকে কারাগারে।

তিনি আরো বলেন, আজ সকালে আমি ভাইয়ের সঙ্গে দেখা করে এসেছি তখন তিনি সুস্থ ছিলেন। আর এখন শুনি তিনি মারা গেছেন।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।