ঢাকা: ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কলামিস্ট আবদুল গাফফার চৌধুরীর দেওয়া বক্তব্যে সরকারের ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি’র মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
রোববার (০৫ জুলাই) দুপুর ১২টায় দলটির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিপন বলেন, গাফফার চৌধুরী যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে আল্লাহ তায়ালার নাম নিয়ে যে বিরূপ মন্তব্য করেছেন, তা মানুষের ধর্মীয় অনূভূতিতে আঘাত করেছে। সরকারের মদদেই তিনি এসব বলেছেন কিনা দেখতে হবে।
এ সময় তিনি সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর মতো গাফফার চৌধুরীকেও বিচারের আওতায় আনার দাবি জানান।
বিএনপি’র মুখপাত্র বলেন, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেনের উপিস্থিতিতে গাফফার চৌধুরী এ বক্তব্য দিয়েছেন। সেক্ষেত্রে এ ঘটনায় বিদেশিদের কাছে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো এজেন্ডা আছে কিনা খতিয়ে দেখতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এজেন্ডা বাস্তবায়নে গাফফার চৌধুরী এ বক্তব্য দিয়ে থাকলে পররাষ্ট্র মন্ত্রীর বিচার দাবি করেন তিনি।
বিএনপি একটি গণতান্ত্রিক দল উল্লেখ করে রিপন বলেন, জনগণ বা কোনো রাজনৈতিক দল, এমনকি বিদেশিরাও বিএনপি’র সমালোচনা করতেই পারে। এ নিয়ে বিএনপি’র কোনো মাথাব্যথা নেই। তবে সমালোচনা গঠনমূলক হলে বিএনপি তার জবাব দেবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি’র সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, ধর্ম বিষয়ক সহ-সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু প্রমুখ।
উল্লেখ্য, ৩ জুলাই বিকেলে নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে এক আলোচনা সভায় গাফফার চৌধুরী আল্লাহর নাম নিয়ে বিরূপ মন্তব্য করেন বলে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
আইএএ/আরএম