ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের মডার্ন মোড় এলাকায় স্বেচ্ছাসেবক লীগ কর্মী তরিকুল ইসলামের হত্যাকারীদের শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ।
এছাড়াও হত্যাকারীদের গ্রেফতার, শাস্তি ও মামলা না নেওয়া, তদন্তে অবহেলা করায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে তারা।
রোববার (৫ জুলাই) সকালে শহরের পায়রা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে ছাত্রলীগের কর্মীরা এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা হামিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সভাপতি শাকিল আহম্মেদ, সাবেক সভাপতি খায়রুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
এএটি/পিসি