ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

গাফফার চৌধুরীর নাগরিকত্ব বাতিলের দাবি হেফাজতের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
গাফফার চৌধুরীর নাগরিকত্ব বাতিলের দাবি হেফাজতের

ঢাকা: বিশিষ্ট কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর নাগরিকত্ব বাতিল এবং তাকে বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রোববার (৫ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের মহাসচিব আল্লাম জুনাইদ বাবুনগরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ দাবি জানান।



বিবৃতিতে তারা বলেন, গত ৩ জুলাই আব্দুল গাফফার চৌধুরী নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনের  এক অনুষ্ঠানে আল্লাহর গুণবাচক ৯৯ নাম ও কয়েকজন সম্মানিত সাহাবীকে নিয়ে যে তামাশা ও জঘন্য উক্তি করেছেন তার ফলে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে মুরতাদ হয়ে গেছেন। তওবা করে পুনরায় ইসলাম গ্রহণ করা ছাড়া তিনি মুসলমান পরিচয় বহন করতে পারেন না। আমরা সরকারের কাছে বলতে চাই তার নাগরিকত্ব বাতিল করা হোক এবং তাকে যেনো কোনোভাবেই বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়া হয়।

এ দাবিকে জন দাবি উল্লেখ করে নেতারা বলেন, জন দাবি উপক্ষো করে আব্দুল গাফফার চৌধুরীকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হলে ব্যাপক গণপ্রতিরোধ শুরু হবে।

বিবৃতিতে আব্দুল লতিফ সিদ্দিকী ও আব্দুল গাফফার চৌধুরীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করা হয়। অন্যথায়  সারাদেশে আল্লাহ ও রাসূল প্রেমিক লাখো জনতা দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে মন্তব্য করেন নেতারা।  

বাংলাদেশ সময়:১৬২৫ ঘণ্টা, জুলাই ০৫,২০১৫
এলকে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।