ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা মুসলেহ উদ্দিনের মৃত্যুতে খালেদার শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
বিএনপি নেতা মুসলেহ উদ্দিনের মৃত্যুতে খালেদার শোক

ঢাকা: মহানগর বিএনপি নেতা ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মুসলেহ উদ্দিন আহম্মেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (০৫ জুলাই) বিকেলে বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।



শোক বিবৃতিতে বিএনপি প্রধান বলেন, মরহুম মুসলেহ উদ্দিন বিএনপি’র একজন নিবেদিত সংগঠক ছিলেন। বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা ছিল অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। বর্তমান সরকার গণতান্ত্রিক আন্দোলন দমন করার কৌশলে অনেকের সঙ্গে তাকেও গ্রেফতার করে নির্যাতন চালিয়েছে। ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার সুচিকিৎসার ব্যবস্থা কারা-কর্তৃপক্ষ না করায়, বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর মতো তিনিও ‘মৃত’ হয়ে কারাগার থেকে বের হলেন।

খালেদা জিয়া অভিযোগ করেন, সরকার সুস্থ রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার করে নির্যাতন চালাচ্ছে। এতে কেউ কেউ কারাগারেই মারা যাচ্ছেন।

বিবৃতিতে খালেদা জিয়া মুসলেহ উদ্দিনের মৃত্যুর ঘটনাকে অস্বাভাবিক বলে দাবি করেছেন। পাশাপাশি এর সুষ্ঠু বিচারবিভাগীয় তদন্তও চেয়েছেন তিনি।

এছাড়া বিএনপি নেত্রী মরহুম মুসলেহ উদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিএনপি নেতা ও ঢাকা সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডের সাবেক কমিশনার মুসলেহ উদ্দিন শনিবার (০৪ জুলাই) রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।