ঢাকা: বিএনপি নেতা ও ঢাকা সিটির করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মুসলেহ উদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ।
রোববার (০৫ জুলাই) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।
এদিকে মুসলেহ উদ্দিন আহমদের মৃত্যুতে পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার ও প্রেসিডিয়াম সদস্য এস এম এম আলম শোক প্রকাশ করেন বলেও বিবৃতিতে জানানো হয়।
মুসলেহ উদ্দিন শনিবার (০৪ জুলাই) দিবাগত রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
বিএস/