ঢাকা: অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠতা করা না গেলে দেশ আরো সংকটের দিকে চলে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) এই ইফতার মাহফিলের আয়োজন করে।
খালেদা জিয়া বলেন, তারা (ক্ষমতাসীন আওয়ামী লীগ) জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়। এ জন্য জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। তারা আছে লুটপাট আর দুর্নীতি নিয়ে। এভাবে বেশি দিন চলতে দেয়া যায় না। এর থেকে পরিত্রাণ পেতে হলে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। নইলে দেশ আরো সংকটের দিকে চলে যাবে।
কর্মসংস্থানের অভাবেই মানুষ সমুদ্রে ভাসছে উল্লেখ করে তিনি বলেন, গ্রামে কাজ না পেয়ে মানুষ ঢাকায় আসছে। ঢাকায় কাজ না পেয়ে দালালের খপ্পরে পড়ে তারা সমুদ্রে ভাসছে।
খালেদা জিয়া বলেন, দেশ বন্যায় কবলিত। কিন্তু সরকার বন্যা কবলিত মানুষের সাহায্য করছে না। তাদের পাশে দাঁড়াচ্ছে না। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অভ্যাস তাদের নেই।
কারাবন্দী মাহমুদুর রহমানকে সরকার অন্যায়ভাবে আটক রেখেছে অভিযোগ করে তিনি বলেন, মাহমুদুর রহমান ইচ্ছে করে বেল নিচ্ছেন না। আমি শুনেছি তিনি বেল রিফিউজ করেছেন। আমি তাকে অনুরোধ করব বেল নেওয়ার জন্য্। বেল নিয়ে বের হয়ে এসে এই সরকারের বিরুদ্ধে তাকে রুখে দাঁড়াতে হবে।
বক্তব্য শেষে অ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ন হ আখতার হোসেন, জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, শওকত মাহমুদ, বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন, ঢাবি শিক্ষক মাহবুব উল্লাহ, সাংবাদিক সাদেক খান, মাহফুজ উল্লাহ, সৈয়দ আবদাল আহমেদের সঙ্গে এক মঞ্চে ইফতার করেন খালেদা জিয়া।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট আহমেদ আজম খান, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, বিএনপি নেত্রী হেলেন জেরিন খান, শাম্মি আক্তার প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
এজেড/আরআই