ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খুলনায় বিএনপির ইফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খুলনায় বিএনপির ইফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: জেলা ও মহানগরীর বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খুলনা জেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৫ জুলাই) নগরীর একটি অভিজাত হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।



জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারীর সবাপতিত্বে এতে  প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য নুরুল ইসলাম দাদু।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মনার পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলামসহ ২০ দলের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
এমআরএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।