গাজীপুর: বাংলাদেশ ছাত্রলীগ কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (০৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম দর্জি ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রুবেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাপাসিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি লিটন মোড়ল, সাধারণ সম্পাদক মামুন খান রাব্বি এবং সাংগঠনিক সম্পাদক মো শামীম।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
আইএ/