ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

লাঠি ও পাথর দিয়ে সরকার বিদায় করা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
লাঠি ও পাথর দিয়ে সরকার বিদায় করা হবে ছবি : শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বর্তমান সরকারকে লাঠি ও পাথর দিয়ে বিদায় করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

রোববার (০৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে জিয়া সমাজকল্যাণ পরিষদ আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।



আব্দুল্লাহ আল নোমান বলেন, দেশের মানুষ আজ মৌলিক অধিকারহীন হয়ে পড়েছে। বিনা কারণে অনেকে কারাগারে রয়েছেন। এ নির্যাতনকারী সরকার থেকে মানুষ মুক্তি
চায়। এ সরকারকে লাঠি ও পাথর দিয়ে বিদায় করতে হবে। যেভাবে স্বৈরাচার এরশাদকে বিদায় করা হয়েছিল।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খোকনের সভাপতিতে আরও বক্তব্য রাখেন বিএনপি’র সহ-আইন বিষয়ক সম্পাদক তৈমুর আলম খন্দকার, ঢাবির শিক্ষক ড. সুকুমার বড়ুয়া প্রমুখ।

বাংলাদেশ সময় ২১২৪ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
এজেডকে/ ইউএম/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।