ঢাকা: সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাত ৯টায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।
সরকার বিরোধী টানা অবরোধের ইতি টেনে গত ৫ এপ্রিল কার্যালয় ত্যাগের পর নিজের রাজনৈতিক কার্যালয়ে এটাই খালেদা জিয়ার কোনো আনুষ্ঠানিক দলীয় বৈঠক।
সকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
ধারণা করা হচ্ছে, দেশের চলমান পরিস্থিতি ও ঈদ পরবর্তী দলীয় কর্মসূচি নিয়ে আসন্ন বৈঠকে আলোচনা হবে।
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
জেডএম/